Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১৫ জানুয়ারি ২০২৬

সময়সূচি ও স্টল বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত

একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি

একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
ফাইল ছবি

অমর একুশে বইমেলা-২০২৬ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাংলা একাডেমিতে বুধবার অনুষ্ঠিত পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার দৈনিক সময়সূচি, স্টল বরাদ্দ ও অন্যান্য প্রস্তুতি সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা জানিয়েছেন, বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, ইভেন্ট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অন্যান্য পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

স্টল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে ড. সেলিম রেজা জানান, আগামী ১৬ জানুয়ারি স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হবে। কতগুলো স্টল বরাদ্দ দেয়া হবে, তা আবেদনের ওপর নির্ভর করবে। এবারের বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’-কে। তারা স্পন্সরের বিষয়টি দেখবে।

বছরের শুরুতে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বইমেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। পরে বাংলা একাডেমি ঘোষণা দিয়েছে, এবারের বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বইপ্রেমীদের জন্য আকর্ষণীয় প্রকাশনা, অনুষ্ঠান ও পাঠক মিলনমেলার আয়োজন করে একুশে বইমেলা এখনও দেশের সবচেয়ে বড় সাহিত্য ও সংস্কৃতি উৎসব হিসেবে পরিচিত।

সবার দেশ/কেএম

সর্বশেষ