Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন দেশের ক্রিকেটাররা। 

বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান।

কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, বৃহস্পতিবার বিপিএলের ম্যাচের আগে এম নাজমুলকে পদত্যাগ করতে হবে। নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা সমস্ত ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এর অর্থ হলো, আগামীকালের বিপিএল ম্যাচও বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বিতর্কের পেছনে রয়েছে এম নাজমুলের ক্রিকেটারদের ওপর করা কটাক্ষমূলক মন্তব্য। তিনি বলেছেন, ওরা খেলতে গিয়ে কিছুই করতে না পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি? পাশাপাশি তিনি বলেন, ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটাররা হাত। ধরেন বোর্ড না থাকে, তাহলে ক্রিকেটারদের অস্তিত্ব কি থাকে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সঙ্গে হাত। শরীর না থাকলে হাতের কোনো কাজ আছে?

এর আগে এম নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তামিম যে মন্তব্য করেছিলেন—দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত—তার প্রতিক্রিয়ায় নাজমুল তাকে ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করেন। তখনও কোয়াব তীব্র প্রতিবাদ জানায়।

ক্রিকেটার ও কোয়াবের এ হুঁশিয়ারি বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বের নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশ ক্রিকেটের শৃঙ্খলা ও ম্যাচসূচির উপর তা সরাসরি প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ