Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৪ জুন ২০২৫

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বিশেষ অভিযানে রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আয়েশা সিদ্দিকা ময়না ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে নিজ বাসা থেকে আয়েশাকে গ্রেফতার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, গ্রেফতারের পর তাকে থানায় নেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ