দ্য টেলিগ্রাফের প্রতিবেদন
আইইএলটিএস প্রশ্নফাঁস ভুল ফলে ৮০ হাজার পরীক্ষার্থী পাস
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা (আইইএলটিএস) নম্বরে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী ভুলভাবে পাস নম্বর পেয়েছেন। এ ভুল ফলের কারণে অনেক অভিবাসী, যারা প্রকৃতপক্ষে অকৃতকার্য ছিলেন, যুক্তরাজ্যে স্টাডি বা কাজের ভিসা পেতে সক্ষম হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। বাংলাদেশে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা ফাঁস হওয়া পরীক্ষার কপি বিক্রি করতেন। ভিয়েতনামে এক নির্ধারিত পরীক্ষা শেষ মুহূর্তে বাতিল করে ব্যাকআপ সংস্করণে পরিবর্তন করা হয়, যা প্রশ্নপত্র ফাঁসের জল্পনা সৃষ্টি করেছে।
আইইএলটিএস কর্তৃপক্ষের মতে, সমস্যাটি পরীক্ষার মাত্র প্রায় ১ শতাংশকে প্রভাবিত করেছিলো, তবে এটি প্রায় ৭৮ হাজার পরীক্ষার্থীর সমান। ভুল ফল পাওয়া ব্যক্তিদের পরে সঠিক ফল জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে।
এ ঘটনায় বিশেষ উদ্বেগ দেখা দিয়েছে এনএইচএস ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত কর্মীদের ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন দুর্বল ভাষাগত দক্ষতার কারণে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এক কেয়ার কর্মী এমনকি ‘শ্বাসপ্রশ্বাস’ ও ‘রক্তক্ষরণ’-এর পার্থক্যও বুঝতে পারেননি।
বিরোধী কনজারভেটিভ পার্টি সরকারের কাছে আহ্বান জানিয়েছে, যারা অনুচিতভাবে ভিসা পেয়েছেন, তাদের দেশে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। অন্যদিকে, কোভিড-১৯ সময়ে নেয়া সরকারি ঋণের কারণে ব্রিটিশ কাউন্সিলের আর্থিক চাপও বাড়ছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেইলি সান
সবার দেশ/কেএম




























