‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার, রোববার থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
হঠাৎ বদলি আদেশ, মাঠ পর্যায়ে তীব্র অসন্তোষ এবং চলমান আন্দোলনের মধ্যেও শিক্ষার্থীদের স্বার্থে বার্ষিক পরীক্ষা নিতে রাজি হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী রোববার, ৭ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক সহকারী শিক্ষকদের বাস্তবায়ন পরিষদ ও সংগঠন ঐক্য পরিষদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারিভাবে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি চালু থাকলেও কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ এবং মানবিক দিক বিবেচনায় পরীক্ষাকালীন এ কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুই সংগঠন জানায়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবির আন্দোলন অব্যাহত রয়েছে। তবে শিক্ষকরা মনে করেছেন, আন্দোলনের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হওয়া উচিত নয়। সে বিবেচনায় পরীক্ষার সময় সকল বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম বজায় থাকবে এবং নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পর আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি উভয় পরিষদের আলোচনার মাধ্যমে ঘোষণা করা হবে।
সর্বশেষ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে, যারা গত কয়েকদিন ধরে অনিশ্চয়তায় ছিলেন। প্রাথমিক শিক্ষাব্যবস্থার চলমান সংকটের মাঝে এ ঘোষণা নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
সবার দেশ/কেএম




























