মধ্যরাতে প্রজ্ঞাপন, স্থগিত শাটডাউন কর্মসূচি
আন্দোলনে নেতৃত্ব দেয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন আরও এক ধাপ উত্তপ্ত হওয়ার পর হঠাৎ করেই মধ্যরাতে বদলির আদেশ জারি করা হয় আন্দোলনের নেতৃত্বদানকারী মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ ৪২ জন সহকারী শিক্ষককে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। এর পরপরই আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন।
‘তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ’ ও ‘সংগঠন ঐক্য পরিষদ’-এর সমন্বয়ক শামছুদ্দিন মাসুদ জানান, নৈতিকতা, মানবিকতা এবং শিশু শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রোববার শুরু হওয়া বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু থাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গত ২২ দিন ধরে আন্দোলনরত সহকারী শিক্ষকরা অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কর্মবিরতি থেকে পরীক্ষা বর্জন এবং সবশেষে কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হন। গতকালও দেশব্যাপী শিক্ষকরা কঠোর এ কর্মসূচি পালন করেন।
বছরের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক কর্মবিরতি ও তালাবদ্ধ কর্মসূচিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। অনেকেই বলছেন, শিশুদের মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে এবং পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষা ঘাটতি আরও বাড়বে। কোথাও কোথাও ক্ষুব্ধ অভিভাবকরা তালা ভেঙে স্কুলে প্রবেশের ঘটনাও ঘটিয়েছেন।
পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের অবিলম্বে শ্রেণিকক্ষে ও পরীক্ষার দায়িত্বে ফিরতে চূড়ান্ত নির্দেশ দেয়। একই সঙ্গে সতর্ক করা হয়—কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে। তার আগে আন্দোলনের নেতৃত্বে থাকা চার আহ্বায়কসহ কয়েকজন শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়।
যদিও রাতের বদলি আদেশ পরিস্থিতি বদলে দিয়েছে, আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন—দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থেমে থাকবে না। বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, এ আন্দোলনে তৃণমূলের সাড়া অভূতপূর্ব। দেয়ালে পিঠ ঠেকে গেছে, সরে যাওয়ার সুযোগ নেই—বলেই তিনি সরকারের দ্রুত উদ্যোগের দাবি জানান।
পরিষদের আরেক আহ্বায়ক মো. মাহবুবর রহমানও একই অবস্থান তুলে ধরে বলেন, গতকালও দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষকরা সর্বাত্মক শাটডাউন পালন করেছেন। তিন দফা দাবি বাস্তবায়নের সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে অচল করে দেওয়া এ সংকটে সরকার-শিক্ষক উভয় পক্ষের উদ্যোগেই এখন সমাধানের অপেক্ষায় শিক্ষার্থী-অভিভাবকসহ পুরো জাতি।
সবার দেশ/কেএম




























