গোপনে গিয়েছিলেন নরওয়ে—অবস্থান অজানা
অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো নরওয়ের রাজধানী অসলো ছেড়ে গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তার রাজনৈতিক দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করলেও মাচাদোর বর্তমান অবস্থান কোথায়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে জানানো হয়, দীর্ঘদিন গোপনে ভেনেজুয়েলায় থাকা অবস্থায় আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক নিরাপত্তার কারণে মাচাদো সম্প্রতি রাতের আঁধারে নরওয়ে গমন করেছিলেন। সে যাত্রায় পড়ে গিয়ে তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং একটি হাড় ভেঙে যায়।
দলের সদস্য পেদ্রো উর্রুচুর্তু নোসেল্লি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে মাচাদোর শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ আপডেট জানান। তার ভাষায়—বর্তমানে নোবেলজয়ী নেতা শারীরিকভাবে ভালো আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নিয়মিত মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
তিনি আরও জানান, মাচাদো এখন অসলোতে নেই।
তবে কোথায় স্থানান্তরিত হয়েছেন বা নিরাপত্তার কারণে কি ব্যবস্থা নেয়া হয়েছে—সেসব প্রশ্নের কোনো জবাব দেয়া হয়নি।
ভেনেজুয়েলায় বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠা মাচাদো সাম্প্রতিক বছরগুলোতে সরকারবিরোধী গণআন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও গণতন্ত্রের দাবিতে দীর্ঘ লড়াইয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তার নিরাপত্তা ও গোপন চলাফেরা আরও কঠোর নজরদারির মধ্যে এসেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
এখন অপেক্ষা—তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কোথা থেকে শুরু হবে এবং ভেনেজুয়েলার আগামী উত্তাল রাজনৈতিক সমীকরণে তিনি কোন অবস্থান নেবেন।
সবার দেশ/কেএম




























