Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ১৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর কড়া ‘হুমকি’

বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর কড়া ‘হুমকি’
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে লক্ষ্য করে কঠোর ভাষায় হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেছেন, গত এক বছর ধরে বাংলাদেশের অনেক ব্যক্তি ও রাজনীতিক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে ‘অপ্রাসঙ্গিক ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করছেন, যা ভারত সহজভাবে নেবে না।

মঙ্গলবার আসামের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বাংলাদেশের প্রতি এ কড়া বার্তা দেন তিনি। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশ যেন ভারতের শক্তি ও অবস্থান ভুলে না যায়। তার ভাষায়, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এমন বাস্তবতায় বাংলাদেশ কীভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে নিয়ে এ ধরনের চিন্তাভাবনা করতে পারে, তা তার বোধগম্য নয়।

তিনি আরও দাবি করেন, এটা নিয়ে ভাবাটাই ভুল। কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে। এ ধরনের মনোভাবকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এ মানসিকতাকে কোনওভাবেই উৎসাহিত করা উচিত নয় এবং দিল্লিরও উচিত বাংলাদেশকে ‘অতিরিক্ত সহায়তা’ না করা।

কঠোর সুরে তিনি আরও বলেন, আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে, তবে আমরা চুপ করে বসে থাকবো না। তবে তিনি ঠিক কী ধরনের ‘শিক্ষা’ দেয়ার কথা বলেছেন, তা স্পষ্ট করে জানাননি।

আরও পড়ুন <<>> বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে উগ্রবাদী হুমকির অভিযোগ

হেমন্ত বিশ্ব শর্মার এ মন্তব্য আসছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক মাসগুলোতে ভারতের ‘সেভেন সিস্টার্স’ বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ঘিরে বাংলাদেশের ভেতরে কিছু রাজনৈতিক বক্তব্য আলোচনায় এসেছে। এসব প্রসঙ্গকে ঘিরে ভারতীয় মূলধারার গণমাধ্যমেও নানা বিশ্লেষণ ও সমালোচনা প্রকাশিত হচ্ছে।

ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসসহ একাধিক গণমাধ্যম আসামের মুখ্যমন্ত্রীর এ মন্তব্যকে ‘হুমকি’স্বরূপ আখ্যা দিয়ে খবর প্রকাশ করেছে। এর ফলে ঢাকা-দিল্লি এবং বিশেষ করে বাংলাদেশ–আসাম সম্পর্কের কূটনৈতিক আবহে নতুন এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।

ঢাকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ মন্তব্যের প্রতি কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করা হচ্ছে বলে ধারণা দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল—ডা. জাহিদ
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪০২ অবৈধ অভিবাসী গ্রেফতার
ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না: শেহবাজ শরিফ
কাদের–আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘নিজের মতো করে খুশি থাকো’
নিরাপত্তা চেয়ে ইসির কাছে আবেদন সিগমা-ফুয়াদের
নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের অগ্রগতি জানালেন আসিফ মাহমুদ
নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
কাদের–আরাফাতসহ ৭ আওয়ামী নেতা অভিযুক্ত
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে অচল এয়ারপোর্ট রোড
ভারতীয় ভিসা সেন্টার ফের চালু
প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
৩০ হাজার আওয়ামী কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত
অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ
চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সাতে ফেরাবেন মার্ক সিরিয়া
হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন: ইনকিলাব মঞ্চ
অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার