Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪০, ১৮ জুন ২০২৫

ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনা তছনছ

রাডার ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাডার ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি: সংগৃহীত

‘এটা ছিলো কেবল শুরু, আরও বিস্ফোরণ বাকি’ — হুঁশিয়ারি দিয়ে তেহরান ইসরায়েলের সেনা ও গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা'র খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, আজকের অভিযানে আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি, যা শনাক্ত করা বা প্রতিরোধ করা যায়নি। এটি ছিলো ইসরায়েলের জন্য আকস্মিক এক ঘটনা। তারা ভবিষ্যতে আরও এমন ঘটনার মুখোমুখি হবে।

তিনি আরও যোগ করেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, অথচ ইরান সে যুদ্ধের জন্য সকল দিক থেকে প্রস্তুত। এখনও আমাদের সামরিক শক্তির বড় অংশ মোতায়েন করা হয়নি।

২৮টি বিমান প্রতিহতের দাবি

তেহরান সূত্রে আরও জানানো হয়, ইরানের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় শত্রুপক্ষের অন্তত ২৮টি বিমান ও ড্রোন শনাক্ত ও প্রতিহত করেছে। এর মধ্যে একটি অত্যাধুনিক গুপ্তচর ড্রোন সংবেদনশীল সামরিক অঞ্চলে ঢোকার চেষ্টা করছিলো বলে দাবি করা হয়।

পূর্বের অভিযানে ইরান দাবি করেছিলো, তারা ইসরায়েলের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট ও ড্রোন ভূপাতিত করেছে। যদিও এসব দাবির পক্ষে উপস্থাপনযোগ্য স্যাটেলাইট ছবি, ধ্বংসাবশেষ বা নিরপেক্ষ উৎস থেকে কোনো প্রমাণ এখনও প্রকাশ করেনি তেহরান।

ইসরায়েলের পাল্টা দাবি

এদিকে ইসরায়েল এ হামলার খবরকে ‘প্রচারণামূলক মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে, যদিও এ যাবৎ যুদ্ধে তাদের কোনও ক্ষয়ক্ষতির বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন দাবি করেছেন, তেহরানের আকাশসীমায় ইসরায়েল সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। 

তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষই এখন নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত এবং তথ্যের যুদ্ধে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে। বাস্তবতা হলো— এ সংঘাত কেবল সামরিক পরিসরে সীমাবদ্ধ থাকছে না, বরং আন্তর্জাতিক কূটনীতি ও মিডিয়া ফ্রন্টেও তীব্র হয়ে উঠেছে।

পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?

রাডার ফাঁকি দেয়া ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহারের দাবি যদি সত্য হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য একটি বড় সামরিক ও মনস্তাত্ত্বিক ধাক্কা। কারণ, ‘আয়রন ডোম’, ‘ডেভিড’স স্লিং’ ও ‘এরো সিস্টেম’–এ তিন স্তরের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে আঘাত হানা মানেই তেল আবিবের নিরাপত্তার অভ্যন্তরীণ গলদ প্রকাশ পাওয়া।

এখন প্রশ্ন হচ্ছে: এ হামলা কি কেবল হুঁশিয়ারি, নাকি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা? বিশ্লেষকদের মতে, পরবর্তী ধাপ নির্ভর করবে ইসরায়েলের জবাবি পদক্ষেপ ও পশ্চিমা শক্তির প্রতিক্রিয়ার উপর।

এদিকে আন্তর্জাতিক মহল এ সংঘাতে নতুন মাত্রা যুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে। ইউএন থেকে শুরু করে চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মহল পরিস্থিতি ঠাণ্ডা করতে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। তবে ইরান ও ইসরায়েল উভয়ই আপাতত সংঘাত থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

সুতরাং, রাডারে ধরা না পড়া ক্ষেপণাস্ত্র হয়তো আরও বড় কিছু অদৃশ্য বাস্তবতার সংকেত দিয়ে গেলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন