রেস্তোরাঁ অস্থায়ীভাবে বন্ধ
পেট্রোনাস টাওয়ার ৩–এর ৫৭ তলায় অগ্নিকাণ্ড
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এর ৫৭ তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।
বারনামা ও দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ ফায়ার সেফটি সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ফায়ার হোজ ও ওয়েট রাইজার ব্যবহৃত হয়।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহদ হাফিজান হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। আগুন সকাল ৭টা ৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সম্পূর্ণ নিভে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁটির রান্নাঘর অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের পর ৫৭তম তলার ওই রেস্তোরাঁটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
‘মেনারা কারিগালি’ নামে পরিচিত পেট্রোনাস টাওয়ার ৩ হলো ৬০ তলা বিশিষ্ট একটি ভবন, যা বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত। এটি মূলত অফিস, খুচরা দোকান ও খাবার প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়।
অগ্নিকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনের ওপরের দিকের তলাগুলো থেকে ঘন ধোঁয়া উড়ছে, যা কুয়ালালামপুরের আকাশ থেকেও স্পষ্ট দেখা গেছে।
সবার দেশ/কেএম




























