দিল্লিতে পৌঁছালেন পুতিন, নিজ গাড়িতে নিলেন ভারতীয় প্রধানমন্ত্রী
প্রটোকল ভেঙে ‘বন্ধু’ পুতিনকে অভ্যর্থনা মোদির
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার বছরের বিরতির পর ভারতে পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য নিজেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—যা স্বাভাবিক প্রটোকলের বাইরে এক ব্যতিক্রমী উদ্যোগ।
সাধারণত কোনো রাষ্ট্রনেতাকে স্বাগত জানাতে বিদেশমন্ত্রী বা জ্যেষ্ঠ মন্ত্রীরা বিমানবন্দরে যান। কিন্তু ‘পুরোনো বন্ধু’কে স্বাগত জানাতে মোদির উপস্থিতি কূটনীতিতে বিশেষ বার্তা দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিমান থেকে নামার পর পুতিনকে লাল গালিচায় আলিঙ্গন করেন মোদি। এরপর আর কোনো গাড়িতে নয়—নিজের সরকারি গাড়িতেই পুতিনকে নিয়ে রওনা হন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। দুই নেতার এ ব্যক্তিগত উষ্ণতা ও গাড়ি-কূটনীতি ভারত–রাশিয়ার সম্পর্কের বিশেষ গুরুত্বকেই সামনে এনে দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, পুতিনের এ দুদিনের সফরে তার সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ রুশ মন্ত্রী ও বড় ব্যবসায়ী প্রতিনিধিদল। জ্বালানি ও প্রতিরক্ষার ঐতিহ্যগত সহযোগিতার বাইরেও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্য দু’দেশের।
বৃহস্পতিবার রাতে মোদি ও পুতিনের একান্ত নৈশভোজ অনুষ্ঠিত হবে। আর শুক্রবার হবে দুই নেতার শীর্ষ বৈঠক।

এর আগে মোদি একই রকম প্রটোকল ভেঙে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকেও অভ্যর্থনা জানিয়েছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরেও তিনি বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান।
সবার দেশ/কেএম




























