সরকার পতনের ইঙ্গিতে নতুন উত্তেজনা ছড়িয়ে হুঁশিয়ারি
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কলম্বিয়া ও কিউবা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এবার কলম্বিয়া ও কিউবার সরকারকে ঘিরে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বিস্তারের লক্ষ্যে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার (৪ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সরাসরি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, কলম্বিয়া বর্তমানে একজন ‘অসুস্থ ব্যক্তি’র শাসনে রয়েছে, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে আগ্রহী। ট্রাম্পের দাবি, এ সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর এ অঞ্চলের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সাংবাদিকরা যখন ট্রাম্পকে প্রশ্ন করেন, কলম্বিয়াতেও কি ভেনেজুয়েলার মতো কোনও সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে, তখন তিনি রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘শুনতে ভালোই লাগছে।’ তার এ মন্তব্য সরাসরি কোনও ঘোষণা না হলেও সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, কিউবা বর্তমানে পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তিনি দাবি করেন, কিউবার অর্থনীতির অন্যতম ভরসা ছিলো ভেনেজুয়েলা থেকে পাওয়া জ্বালানি তেল ও আর্থিক সহায়তা। এখন যেহেতু ভেনেজুয়েলা কার্যত মার্কিন প্রভাব বলয়ে চলে এসেছে, তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে মার্কিন এলিট বাহিনী ডেল্টা ফোর্স আকস্মিক অভিযান চালায়। অভিযানে মাদুরোর কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউস থেকে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। এরপর প্রায় দুই হাজার ১০০ মাইল পথ অতিক্রম করে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুরে তাকে ও তার স্ত্রীকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।
ভেনেজুয়েলার এ নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর ট্রাম্পের কলম্বিয়া ও কিউবাকে ঘিরে দেয়া সাম্প্রতিক বক্তব্য পুরো লাতিন আমেরিকা জুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা এবং নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা
সবার দেশ/কেএম




























