দায়িত্বে গাফিলতি
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ ক্লোজ
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।
শাস্তির মুখে পড়া কর্মকর্তারা হলেন—সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতেই তাদের ক্লোজ করার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে এসি মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, কমিশনারের কড়া নির্দেশনা রয়েছে—কোনও থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। সে নির্দেশনার আলোকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় আকস্মিক পরিদর্শনে যান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
সেখানে গিয়ে তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে তা নজরে রাখার দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্বে না থেকে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত। এ অবস্থায় অতিরিক্ত কমিশনার তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং তিন কর্মকর্তাকে ক্লোজ করার নির্দেশ দেন।
ঘটনাটি নিয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এস এন নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, পুলিশবাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স। যা হয়েছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আর কথা না বলাই ভালো।
সবার দেশ/কেএম




























