Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ৩ অক্টোবর ২০২৫

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম
ছবি: সংগৃহীত

৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এতগুলো জাহাজ সত্যিই আটক হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এমন অনিশ্চিত পরিস্থিতির মাঝেই ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বৃহস্পতিবার (২ অক্টোবর) দুই দফায় ভিডিও বার্তা পাঠিয়েছেন।

প্রথম ভিডিওটি তিনি পাঠান সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাহাজের কক্ষ থেকে। সেখানে তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

রাত ১০টার দিকে জাহাজের ছাদ থেকে পাঠানো দ্বিতীয় ভিডিওতে তিনি জানান—

আমি গাজার কাছাকাছি চলে এসেছি।

ভিডিওতে ইসরায়েলি হস্তক্ষেপ প্রসঙ্গে কিছু বলেননি তিনি। তবে তার অসুস্থতার খোঁজ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন।

ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে এবং চারপাশের সাগরের দৃশ্য ধারণ করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা চলছে। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ