Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১২ অক্টোবর ২০২৫

চিফ প্রসিকিউটরের ক্ষোভ

শেখ হাসিনার বিচার সম্প্রচারে সাইবার হামলা

শেখ হাসিনার বিচার সম্প্রচারে সাইবার হামলা
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মাফিয়া হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার চলাকালে হঠাৎ করেই অফিসিয়াল পেজটি হ্যাক হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য পেজটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। পরে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

তাজুল ইসলাম বলেন, আজ আমরা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করছিলাম, যাতে শেখ হাসিনাসহ তিনজনের বরুদ্ধে যুদ্ধাপরাধের নানা দলিল ও সাক্ষ্য প্রকাশ করা হচ্ছিলো। কিন্তু সে সময়েই আমাদের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয়। স্পষ্টতই উদ্দেশ্য ছিলো এ প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করা ও জনমতকে বিভ্রান্ত করা।

তিনি আরও বলেন, 

অপরাধীরা চায় না যে তাদের নিষ্ঠুরতার দলিল জাতি ও বিশ্ব জানতে পারুক। তাদের সহযোগীরাও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি বন্ধ করতে মরিয়া। কিন্তু আমরা ন্যায়ের পথে রয়েছি, এবং তাদের এ ধরনের হামলা আমাদের থামাতে পারবে না।

অপরাধীদের উদ্দেশে চিফ প্রসিকিউটরের কড়া বার্তা—

আমাদের অবস্থান পরিষ্কার: অপরাধ করে কেউ পার পাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাই সফল হবে না। আমরা প্রতিহিংসার জন্য নয়, ন্যায়বিচারের জন্য কাজ করছি।

উল্লেখ্য, এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো প্রেক্ষাপট ও দলিল উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তদন্ত ও যুক্তিতর্ক পর্যায়ে একাধিক প্রচারচেষ্টা ব্যাহত করার অভিযোগও তুলেছে রাষ্ট্রপক্ষ। এ সাইবার হামলার পর নিরাপত্তা ও অনলাইন সম্প্রচার ব্যবস্থার ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি