পূর্বাচল প্লট জালিয়াতি
হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা
পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) করা পৃথক তিন মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ অভিযোগ গঠন করে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের আদেশ দেন। প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তিনটি মামলার মধ্যে প্রথমটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে হাসিনা ও জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় হাসিনা ও পুতুলসহ ১৮ জন আসামি হিসেবে অভিযুক্ত।
তিনি আরও জানান, আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ জালিয়াতি সংঘটিত হয়। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের প্লট আত্মসাৎ ও অবৈধভাবে বণ্টনের মাধ্যমে কোটি কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
এ মামলার অগ্রগতি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পলাতক আসামিদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেয়া হতে পারে বলে আইন সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। আগামী শুনানির আগে তদন্ত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও প্রমাণ আদালতে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন।
সবার দেশ/কেএম




























