Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৬ অক্টোবর ২০২৫

প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমাতে সরকারের উদ্যোগ

প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমাতে সরকারের উদ্যোগ
ছবি: সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (২৫ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির মূল শক্তি— রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সরকার নানা ধরনের প্রণোদনা ও সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে পাসপোর্ট ফি কমানো নিয়ে আমরা কাজ করছি, বলেন তিনি।

উপদেষ্টা জানান, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত ও ঝামেলামুক্ত করতে ইলেকট্রনিক গেট বা ই-গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। আমরা চাই যাত্রীদের ইমিগ্রেশনে যেন অযথা সময় নষ্ট না হয় বা কেউ হয়রানির শিকার না হন, তিনি বলেন।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও অব্যবস্থাপনা ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আসবে— তারা তদন্তে সহায়তা করবে এবং আগুন লাগার কারণ ও দায় নির্ধারণে ভূমিকা রাখবে, যোগ করেন তিনি।

সরকারি সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি হ্রাস, অনলাইন আবেদন প্রক্রিয়া সহজীকরণ এবং বিদেশগামী শ্রমিকদের বিমানবন্দর সেবা উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যৌথ সমন্বয় চলছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ে রেকর্ড সাফল্যের পর তাদের জন্য এ ধরনের পদক্ষেপ সরকারের সদিচ্ছার প্রতিফলন, যা ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও বাড়াতে সহায়ক হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন