বিজয় দিবসের ভাষণে ড. ইউনূসের হুঁশিয়ারি
পরাজিত ফ্যাসিস্ট শক্তির ফেরার পথ চিরতরে বন্ধ
গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনও দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন নির্বাচন সম্পন্ন হলে ওই শক্তির জন্য দেশের রাজনীতিতে ফেরার সব পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস। ভাষণে তিনি বিজয়ের চেতনা, গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটেছে। এই পরাজয় সাময়িক নয়, বরং ঐতিহাসিক ও চূড়ান্ত। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের দেশে ফেরার সম্ভাবনা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বলেই তারা নির্বাচন-পূর্ব সময়ে অস্থিরতা তৈরি করতে চাইছে।
ড. ইউনূস আরও বলেন, এ পরিস্থিতিতে দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা ও ঐক্য বজায় রাখতে হবে। বিভ্রান্তি, গুজব কিংবা ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে গণতন্ত্র ও বিজয়ের অর্জন ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি বলেন, জনগণের সচেতন অবস্থানই পারে গণতান্ত্রিক উত্তরণকে সুরক্ষিত করতে।
ভাষণে তিনি মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে বলেন, ১৬ ডিসেম্বর শুধু একটি বিজয়ের দিন নয়, এটি স্বাধীনতা, আত্মমর্যাদা ও গণতন্ত্র রক্ষার শপথের দিন। সে চেতনার ধারাবাহিকতায় বর্তমান গণঅভ্যুত্থানকে তিনি জনগণের আরেকটি ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন।
ড. ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তির জন্য রাজনীতিতে ফিরে আসার সব দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
ভাষণের শেষাংশে তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবার দেশ/কেএম




























