খালেদা জিয়াকে দাফনের প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে নির্ধারিত কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার কবর খোঁড়ার সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন। কবরের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও বক্তব্য না দিয়েই এলাকা ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কবর এলাকা ঘিরে তৎপর থাকতে দেখা যায়।
এর আগে টানা প্রায় ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনীতিতে একটি অনন্য অবস্থান তৈরি করেন।
সবার দেশ/কেএম




























