Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫২, ১ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বুধবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এটি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতির প্রতীক।

এ বিষয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে তাদের ভাবনা খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তার জানাজার দিন বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় শোক কর্মসূচি অনুযায়ী, এ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। বুধবার জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি