খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বুধবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এটি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতির প্রতীক।
এ বিষয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে তাদের ভাবনা খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তার জানাজার দিন বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
রাষ্ট্রীয় শোক কর্মসূচি অনুযায়ী, এ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। বুধবার জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত করা হয়।
সবার দেশ/কেএম




























