Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৩১ ডিসেম্বর ২০২৫

ঢাকায় আসছেন বিদেশি মন্ত্রীরা

খালেদা জিয়ার ইন্তেকালে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার ইন্তেকালে বিশ্বনেতাদের শোক
ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিশ্বজুড়ে শোকের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলো। তার মৃত্যুতে দক্ষিণ এশিয়াসহ বৈশ্বিক রাজনীতিতে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থাও আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি। আজ বুধবার পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় পৌঁছে তার জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন।

শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, খালেদা জিয়া আজীবন জনসেবার এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে বেগম খালেদা জিয়ার সক্রিয় ও আন্তরিক সমর্থন ছিলো। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থভিত্তিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও সুদৃঢ় হয়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।

এছাড়া জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইরান, থাইল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটানসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন পৃথক শোকবার্তায় সমবেদনা জানিয়েছে।

জাতিসংঘের শোকবার্তায় বলা হয়, সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চীন দূতাবাস জানায়, গণতন্ত্র ও স্বাধীনতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর হারানোর শোকে বাংলাদেশের জনগণের সঙ্গে তারাও সমব্যথী।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন এক বিবৃতিতে জানায়, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। জার্মানি, ফ্রান্স, জাপান, ইরান, অস্ট্রেলিয়া ও কানাডাসহ একাধিক দেশের দূতাবাস ও হাইকমিশনও শোক প্রকাশ করেছে।

এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে ইতোমধ্যে চীন, ভারত, পাকিস্তানসহ মোট ২৮টি দেশের কূটনীতিক স্বাক্ষর করেছেন। শোকবইয়ে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান ও ব্রাজিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ করা হয়। আজ বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি