দক্ষিণ এশিয়ায় শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সংস্থাটি বলেছে, তার প্রয়াণে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো, যিনি দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন।
সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্রীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা ছিল দৃঢ় ও আপসহীন, যা তাকে ইতিহাসে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকা বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে—বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষায়—গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নপথে এগোয়, একপর্যায়ে বিশ্বব্যাংক সেটিকে ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে আখ্যায়িত করেছিল বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।
সার্ক মহাসচিব আরও বলেন, ১৯৯৩-৯৫ এবং ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা, দূরদর্শিতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে নেয়া উদ্যোগগুলো সংস্থাটি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ভিত্তি স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শোকবার্তায় সার্ক সচিবালয়ের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপির নেতৃত্ব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করা হয়।
সার্ক মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, এ শোকের মধ্যেও বাংলাদেশের জনগণ গণতন্ত্র, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির পথে বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম থেকে প্রেরণা গ্রহণ করবে এবং সে চেতনা ভবিষ্যতেও বহন করে এগিয়ে যাবে।
সবার দেশ/কেএম




























