Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৬ অক্টোবর ২০২৫

নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যদি একসাথে অনুষ্ঠিত হয় তবে নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। তিনি জানিয়েছেন, কোনো পক্ষের ভিন্ন উদ্দেশ্য থাকলেও একই দিনে দুটি ভোট হলে তা বাস্তবায়ন করা কঠিন হবে।

সালাহউদ্দিন বলেন, বর্তমানে দেশে নির্বাচন বানচাল করার স্পষ্ট ষড়যন্ত্র চলছে। সরকার এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে—এটি একটি বিরাট কর্মযজ্ঞ। তবে তিনি সতর্ক করে বলেন, সংসদ নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে তাতেও নানা ফন্দি-ফিকির সৃষ্টি হবে; ফলে উভয় প্রক্রিয়ায় একই রকম ফলাফল আসতেই পারে। তিনি উল্লেখ করেন, স্থানীয় নির্বাচনে এক ব্যালটেই একাধিক ভোট দেয়ার পূর্ব অভিজ্ঞতাও আছে, তাই গণভোট এবং সংসদ নির্বাচন আলাদা করলে জটিলতা বাড়বে।

নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গণতান্ত্রিক কল্যাণরাজ্য প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন — আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সংবিধান ও জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সংবিধানকে স্পর্শ না করেই তারা জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পথ পেয়েছেন। সংবিধান সংশোধনের ব্যাপারে তিনি একটি প্রশ্ন রেখে বলেন—এখন সংবিধান সংশোধন করার এখতিয়ার কার?

নির্বাচন সুষ্ঠু করার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, পুলিশ, আনসার ও বিজিবিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে; এক লাখ সেনাবাহিনী মোতায়েনের কথাও বলা হচ্ছে এবং তাদেরও প্রশিক্ষণ করা হচ্ছে। তবে তিনি যোগ করেন, আগামী নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে দেশের সাধারণ মানুষ। দেশবাসী গত ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি; তারা ভোটের জন্য মুখিয়ে আছে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত থাকবে—এ আশায় তিনি গঠনমূলক ভূমিকার ওপর জোর দেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ