Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ১০ নভেম্বর ২০২৫

নির্বাচন বিলম্ব মানেই দেশের সর্বনাশ: মির্জা ফখরুল

নির্বাচন বিলম্ব মানেই দেশের সর্বনাশ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিলম্ব হলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল আজ নির্বাচন ঠেকাতে, কিংবা বিলম্ব ঘটাতে নানা চক্রান্তে লিপ্ত। কিন্তু আমরা এ ষড়যন্ত্র সফল হতে দেবো না।

তিনি অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলেন, দেশ আজ এক অনিশ্চয়তার মধ্যে আছে। জনগণ চায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন। তাই সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিলো, আজ তারা আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সঙ্গে কোনও আপস হতে পারে না।

সভায় তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, এ দেশ মুক্তিযোদ্ধাদের রক্তে গড়া। সে চেতনাকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ