Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৫, ১২ ডিসেম্বর ২০২৫

‘নির্বাচনি যুদ্ধে’ মাঠে নামতে তারেক রহমানের ডাক

‘নির্বাচনি যুদ্ধে’ মাঠে নামতে তারেক রহমানের ডাক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ‘নির্বাচনি যুদ্ধে’ নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশে দৃঢ় বার্তা দেন।

তিনি বলেন, দেশের নানা সংকট ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরাই অতীতে যেমন লড়াই করেছেন, তেমনভাবেই এবারও নির্বাচনি যুদ্ধ জয় করতে সক্ষম হবেন। তারেক রহমান বলেন, আপনারা পরীক্ষিত। শত নির্যাতন-অত্যাচারের মধ্যেও দলকে ধরে রেখেছেন। ওয়ান-ইলেভেন থেকে শুরু করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনের সব ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। তাহলে এখন কেন পারবেন না? জনগণের কাছে দলের পরিকল্পনা তুলে ধরতে হবে—চাইলেই পারবেন, এবং এখন তা করতেই হবে।

তিনি মাঠে সরাসরি জনসংশ্লিষ্ট হওয়ার ডাক দিয়ে বলেন, শুধু মিটিং-মিছিল নয়, ঘরে ঘরে, মাঠে মাঠে, কৃষকের ক্ষেতে, মসজিদে, স্কুল-কলেজে, নারী-যুবকদের কাছে পৌঁছাতে হবে। তারেক রহমানের ভাষায়, 

আপনি যদি না যান, অন্য কেউ গিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াবে। কিন্তু আপনি মাঠে গেলে বিভ্রান্তি ছড়ানোর সাহস থাকবে না।

ধানের শীষকে সামনে রেখে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 

ব্যক্তি নয়, প্রতীকই মুখ্য। ধানের শীষের পক্ষে জনমত ঐক্যবদ্ধ করতে হবে এবং সে মতামত ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছে দিতে হবে।

তারেক রহমান বলেন, নির্বাচন যত সহজ মনে করা হচ্ছে, বাস্তবে তা হবে না। তাই এখনই সিরিয়াস না হলে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত হুমকিতে পড়তে পারে। গণতন্ত্রই এ দেশকে রক্ষা করতে পারবে, আর সে গণতন্ত্রের ভিত শক্ত করতে পারবেন আপনারাই,—যোগ করেন তিনি।

এসময় তিনি ঘোষণা দেন—বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার নয়, সকল নাগরিকের জন্য সমানভাবে কাজ করা হবে। যারা বিএনপিকে ভোট দিবে না, তাদেরও উন্নয়নের আওতায় রাখা হবে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, আমাদের নেতা যখন দেশে ফিরবেন, তখন যেন গোটা বাংলাদেশ কেঁপে ওঠে। সে দিন আমরা নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবে দেখতে চাই।

ফখরুল আরও বলেন, 

এ নির্বাচন আমাদের সংগ্রামের অংশ। জয়লাভ করতেই হবে। বিএনপি কোনওদিন পরাজিত হয়নি, এবারও হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ বিভিন্ন ইউনিটের হাজারো নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে