Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫

৩০০ ফিটের গণসংবর্ধনা শেষে এভারকেয়ারের পথে

মায়ের কাছে তারেক রহমান

মায়ের কাছে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা সমাবেশে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রদান শেষে তিনি এখন তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের পথে রয়েছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সংবর্ধনাস্থল থেকে বাসে করে হাসপাতালের উদ্দেশে রওনা হন। দীর্ঘ প্রায় দুই দশক পর মা ও ছেলের এই পুনর্মিলনী দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সারা দেশের মানুষ।

স্বদেশ প্রত্যাবর্তনের চূড়ান্ত সময়রেখা

তারেক রহমানের আজকের দিনটি ছিলো ঘটনাবহুল ও ঐতিহাসিক। তার যাত্রাপথের সময়সূচি ছিল নিম্নরূপ:

  • লন্ডন ত্যাগ: বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু।
  • সিলেটে প্রথম অবতরণ: আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।
  • ঢাকায় পৌঁছানো: দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।
  • গণসংবর্ধনা: দুপুর ৩টা ৫১ মিনিটে তিনি পূর্বাচলের বিশাল জনসভায় মঞ্চে আরোহণ করেন এবং দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

এভারকেয়ার হাসপাতালে কড়া নিরাপত্তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় নেতার আগমন উপলক্ষে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • যৌথ টহল: হাসপাতালের প্রবেশপথ ও আশপাশের সড়কে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
  • নেতাকর্মীদের ভিড়: মা-ছেলের এ আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তবে নিরাপত্তার স্বার্থে হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ভিড় সরিয়ে রাস্তা ফাঁকা করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তী গন্তব্য

হাসপাতালে মায়ের পাশে কিছু সময় কাটিয়ে তারেক রহমান সরাসরি গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর রোডের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা’র পাশের বাসা) যাবেন। আপাতত তিনি সেখানেই অবস্থান করবেন। দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি