ঋণখেলাপির অভিযোগ, কিশোরগঞ্জে বাদ পড়লেন ২৪ প্রার্থী
জাপা নেতা চুন্নুর মনোনয়ন বাতিল
ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর জাতীয় পার্টির একাংশের প্রভাবশালী নেতা ও দলটির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাখিল করা তার মনোনয়নপত্র রূপালী ব্যাংকের ঋণখেলাপি থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়।
রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন। একই আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিন কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর আগের দিন শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করেন রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আসনের মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শতকরা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, সম্পদের হিসাব ও হলফনামায় অসঙ্গতি, মামলার তথ্য গোপন, ঋণখেলাপি থাকা—এ ধরনের নানা কারণ দেখিয়ে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগের দিন শনিবার ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিলো। সব মিলিয়ে দুই দিনে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে মোট ৬১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
সবার দেশ/কেএম




























