ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের মনোনয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা এনসিপির আহ্বায়ক রফিকুল আলম ও সেক্রেটারি খলিলুর রহমান উল্লেখযোগ্য। পাশাপাশি পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহাম্মেদ, রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়ন কার্যক্রমে অংশ নেন।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান মাস্টার বলেন, আল্লাহ তায়ালা যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, ইতোমধ্যে ১২ দলকে নিয়ে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে, যার মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে শিক্ষা ব্যবস্থার সংস্কার, কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন তিনি।
সবশেষে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের রাজনৈতিক সংগ্রামের মূল উদ্দেশ্য।
সবার দেশ/কেএম




























