সিরিজ জয়ের দিনে তামিমের বিরল কীর্তি!
সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে দারুণ জয়ে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ । তবে এ ম্যাচ খেলার পথে আইরিশদের অল্পতে গুটিয়ে দারুণ এক মাইলফলক গড়েছেন বাংলাদেশি ক্রিখেটার তানজিদ হাসান তামিম।
শুরুটা করেছিলেন গ্যারেথ ডেলানিকে দিয়ে আর শেষটা করলেন বেন হোয়াইটকে দিয়ে মধ্যখানে মার্ক অ্যাডায়ার, ম্যথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের ক্যাচ তালুবন্দি করে বিরল এক নজির গড়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিলেন তানজিদ তামিম।
এর আগে টি২০ তে উইকেটকিপার ব্যতিত ফিল্ডার হিসেবে এক ইনিংসে ৫ টা ক্যাচ নেয়ার রেকর্ড ছিলো দুই জনের। আজ সে তালিকায় নাম লিখলো তানজিদ তামিম। এর আগে মালদ্বীপের ওয়েজ মালিন্দা এবং সুইডেনের সাদিক সাহাক এক ম্যাচে পাঁচটা ক্যাচ নিয়েছিলো। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে তামিম প্রথম এ রেকর্ড গড়লেন ।
সবার দেশ/কেএম




























