ইতিবাচক আইসিসি
ভারত নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ!
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নেয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত না এলেও এ বিষয়ে আইসিসির মনোভাব ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
রোববার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় আইসিসির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার সম্ভাবনা বাস্তবসম্মতভাবে আলোচনায় রয়েছে এবং এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে বোর্ড গভীর উদ্বেগের সঙ্গে দেখছে যে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।
বিসিবির ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্তে পৌঁছেছে যে, এ অবস্থায় বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না। এ প্রেক্ষাপটে আইসিসিকে ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ জানানো হয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনও নিরাপদ ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।
বিসিবি আরও জানায়, খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির দ্রুত সাড়া ও সহমর্মিতা প্রত্যাশা করছে বোর্ড।
আরও পড়ুন <<>> ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি
গতকাল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনার পরই বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়। মোস্তাফিজকে দলে রাখাকে কেন্দ্র করে উগ্রপন্থীদের চাপের মুখে পড়ে কোলকাতা নাইট রাইডার্স, যার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল থেকে তাকে বাদ দেয়ার নির্দেশ দেয়।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনেই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সূচি ছিলো। যদিও ভারত মূল আয়োজক, হাইব্রিড মডেলের কারণে এবারের বিশ্বকাপের কিছু ম্যাচ শ্রীলঙ্কাতেও আয়োজনের কথা রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হলে সেটিই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত ও নিরাপদ সমাধান—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল।
সবার দেশ/কেএম




























