অধিনায়ক লিটন, বাদ পড়লেন জাকের–নাজমুল
টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
দশমবারের মতো আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এ বৈশ্বিক আসরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে, আর সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাইফ হাসানকে।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেনকেও দলে রাখেনি নির্বাচকরা। এ দুজন ছাড়াও সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা মোট ছয়জন ক্রিকেটার এবারের স্কোয়াডে জায়গা পাননি।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয় বিবেচনায় নিয়েই দল সাজানো হয়েছে। আগের বিশ্বকাপের দল থেকে নয়জন ক্রিকেটার এবারও নিজেদের জায়গা ধরে রেখেছেন, যা নির্বাচকদের ধারাবাহিকতার কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
নতুন নেতৃত্বে দল পুনর্গঠনের এ সিদ্ধান্তকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে চলছে প্রস্তুতির শেষ ধাপ। লিটন দাসের নেতৃত্বে ব্যাটিং ইউনিটে আক্রমণাত্মক ক্রিকেট এবং বোলিং বিভাগে বৈচিত্র্য আনার ওপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলে ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে বাংলাদেশ দল কতটা মানিয়ে নিতে পারে, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
সবার দেশ/কেএম




























