আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে
সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে। মামলায় আনিস আলমগীরের সঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের নাম উল্লেখ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা থানায় উপস্থিত আছেন এবং থানার মাধ্যমে গ্রেফতারকৃত সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।
রোববার (রাত আড়াইটার দিকে) জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করেন।
সবার দেশ/কেএম




























