বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তনে সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেই তিনি এ তথ্য পেয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, সর্বশেষ অবস্থা অনুযায়ী আইসিসির একটি টিম বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। নিরাপত্তার প্রশ্নে আমাদের অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি। কিন্তু বৈঠকেই বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।
বিসিবির এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। আইসিসির প্রতিনিধি দলের আসন্ন সফরে এ অচলাবস্থা কাটবে কি না, নাকি অবস্থানগত সংঘাত আরও স্পষ্ট হবে—সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্ট মহল।
সবার দেশ/এফও




























