৪৮ দলের মহারণে জমবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, আর সে বৈশ্বিক মহাযজ্ঞের গ্রুপভিত্তিক পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। জন এফ. কেনেডি সেন্টারে শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ড্র, আর শনিবার একই ভেন্যু থেকে প্রকাশিত হয় ম্যাচের তারিখ, সময় ও গ্রুপ তালিকা।
এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—তিনটি দেশের ঐতিহাসিক যৌথ আয়োজনে শুরু হবে টুর্নামেন্ট ১১ জুন বাংলাদেশ সময় রাত ১টায়। মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নতুন আঙ্গিকে সাজানো ফুটবল বিশ্বকাপের। আর ফাইনাল হবে ১৯ জুলাই রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে।
নিচে গ্রুপভিত্তিক সব ম্যাচ, তারিখ ও ভেন্যুর তালিকা তুলে ধরা হলো—

এ গ্রুপ
দল: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে-অফ ডি জয়ী (চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া)
- ১১ জুন – মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা – মেক্সিকো সিটি স্টেডিয়াম (রাত ১টা)
- ১২ জুন – দক্ষিণ কোরিয়া বনাম প্লে-অফ ডি জয়ী – গুয়াদালাজারা (সকাল ৮টা)
- ১৮ জুন – প্লে-অফ ডি জয়ী বনাম দক্ষিণ আফ্রিকা – মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম (রাত ১০টা)
- ১৯ জুন – মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া – গুয়াদালাজারা (সকাল ৭টা)
- ২৪ জুন – প্লে-অফ ডি জয়ী বনাম মেক্সিকো – মেক্সিকো সিটি (সকাল ৭টা)
- ২৫ জুন – দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া – মন্টেরে (সকাল ৭টা)
বি গ্রুপ
দল: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, উয়েফা প্লে-অফ এ জয়ী (ইতালি/ওয়েলস/নর্দার্ন আয়ারল্যান্ড/বসনিয়া)
- ১২ জুন – কানাডা বনাম প্লে-অফ এ জয়ী – বিএমও ফিল্ড (রাত ১টা)
- ১৪ জুন – কাতার বনাম সুইজারল্যান্ড – লেভি’স স্টেডিয়াম (ভোর ৪টা)
- ১৮ জুন – প্লে-অফ এ জয়ী বনাম সুইজারল্যান্ড – সোফাই স্টেডিয়াম (রাত ১টা)
- ১৯ জুন – কানাডা বনাম কাতার – বিসি প্লেস (ভোর ৪টা)
- ২৪ জুন – কানাডা বনাম সুইজারল্যান্ড – বিসি প্লেস (রাত ১টা)
- ২৪ জুন – প্লে-অফ এ জয়ী বনাম কাতার – লুমেন ফিল্ড (রাত ১টা)
সি গ্রুপ
দল: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
- ১৪ জুন – ব্রাজিল বনাম মরক্কো – নিউইয়র্ক-নিউজার্সি (ভোর ৪টা)
- ১৪ জুন – হাইতি বনাম স্কটল্যান্ড – বোস্টন (সকাল ৭টা)
- ২০ জুন – ব্রাজিল বনাম হাইতি – বোস্টন (ভোর ৪টা)
- ২০ জুন – স্কটল্যান্ড বনাম মরক্কো – ফিলাডেলফিয়া (সকাল ৭টা)
- ২৫ জুন – স্কটল্যান্ড বনাম ব্রাজিল – মায়ামি (ভোর ৪টা)
- ২৫ জুন – মরক্কো বনাম হাইতি – আটলান্টা (ভোর ৪টা)
ডি গ্রুপ
দল: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি জয়ী
- ১৩ জুন – যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে – সোফাই স্টেডিয়াম (সকাল ৭টা)
- ১৩ জুন – অস্ট্রেলিয়া বনাম প্লে-অফ সি জয়ী – বিসি প্লেস (সকাল ১০টা)
- ১৯ জুন – প্লে-অফ সি জয়ী বনাম প্যারাগুয়ে – লেভি’স স্টেডিয়াম (সকাল ১০টা)
- ১৯ জুন – যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া – লুমেন ফিল্ড (রাত ১টা)
- ২৬ জুন – প্লে-অফ সি জয়ী বনাম যুক্তরাষ্ট্র – সোফাই স্টেডিয়াম (সকাল ৮টা)
- ২৬ জুন – প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া – লেভি’স স্টেডিয়াম (সকাল ৮টা)
ই গ্রুপ
দল: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
- ১৪ জুন – জার্মানি বনাম কুরাসাও – হিউস্টন (রাত ১১টা)
- ১৫ জুন – আইভরি কোস্ট বনাম ইকুয়েডর – ফিলাডেলফিয়া (ভোর ৫টা)
- ২০ জুন – জার্মানি বনাম আইভরি কোস্ট – টরোন্টো (রাত ২টা)
- ২১ জুন – ইকুয়েডর বনাম কুরাসাও – কানসাস সিটি (ভোর ৬টা)
- ২৫ জুন – ইকুয়েডর বনাম জার্মানি – নিউইয়র্ক–নিউজার্সি (রাত ২টা)
- ২৫ জুন – কুরাসাও বনাম আইভরি কোস্ট – ফিলাডেলফিয়া (রাত ২টা)
এফ গ্রুপ
দল: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ বি জয়ী, তিউনিসিয়া
- ১৪ জুন – নেদারল্যান্ডস বনাম জাপান – ডালাস (রাত ২টা)
- ১৫ জুন – প্লে-অফ বি জয়ী বনাম তিউনিসিয়া – মন্টেরে (সকাল ৮টা)
- ২০ জুন – নেদারল্যান্ডস বনাম প্লে-অফ বি জয়ী – হিউস্টন (রাত ১১টা)
- ২০ জুন – তিউনিসিয়া বনাম জাপান – মন্টেরে (রাত ১০টা)
- ২৬ জুন – তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস – ডালাস (ভোর ৫টা)
- ২৬ জুন – জাপান বনাম প্লে-অফ বি জয়ী – কানসাস সিটি (ভোর ৫টা)
জি গ্রুপ
দল: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
- ১৫ জুন – বেলজিয়াম বনাম মিশর – সিয়াটল (রাত ১টা)
- ১৬ জুন – ইরান বনাম নিউজিল্যান্ড – লস অ্যাঞ্জেলেস (সকাল ৭টা)
- ২১ জুন – বেলজিয়াম বনাম ইরান – লস অ্যাঞ্জেলেস (রাত ১টা)
- ২২ জুন – নিউজিল্যান্ড বনাম মিশর – ভ্যাঙ্কুভার (সকাল ৭টা)
- ২৭ জুন – নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম – ভ্যাঙ্কুভার (সকাল ৯টা)
- ২৭ জুন – মিশর বনাম ইরান – সিয়াটল (সকাল ৯টা)
এইচ গ্রুপ
দল: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
- ১৫ জুন – স্পেন বনাম কেপ ভার্দে – আটলান্টা (রাত ১০টা)
- ১৬ জুন – সৌদি আরব বনাম উরুগুয়ে – মায়ামি (ভোর ৪টা)
- ২১ জুন – স্পেন বনাম সৌদি আরব – আটলান্টা (রাত ১০টা)
- ২২ জুন – উরুগুয়ে বনাম কেপ ভার্দে – মায়ামি (ভোর ৪টা)
- ২৭ জুন – উরুগুয়ে বনাম স্পেন – হিউস্টন (ভোর ৬টা)
- ২৭ জুন – কেপ ভার্দে বনাম সৌদি আরব – গুয়াদালাজারা (ভোর ৬টা)
আই গ্রুপ
দল: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ জয়ী, নরওয়ে
- ১৬ জুন – ফ্রান্স বনাম সেনেগাল – নিউইয়র্ক-নিউজার্সি (রাত ১টা)
- ১৭ জুন – প্লে-অফ ২ জয়ী বনাম নরওয়ে – বোস্টন (ভোর ৪টা)
- ২২ জুন – ফ্রান্স বনাম প্লে-অফ ২ জয়ী – ফিলাডেলফিয়া (রাত ৩টা)
- ২৩ জুন – নরওয়ে বনাম সেনেগাল – নিউইয়র্ক-নিউজার্সি (ভোর ৬টা)
- ২৬ জুন – নরওয়ে বনাম ফ্রান্স – বোস্টন (রাত ১টা)
- ২৬ জুন – সেনেগাল বনাম প্লে-অফ ২ জয়ী – টরোন্টো (রাত ১টা)
জে গ্রুপ
দল: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
- ১৬ জুন – অস্ট্রিয়া বনাম জর্ডান – সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)
- ১৭ জুন – আর্জেন্টিনা বনাম আলজেরিয়া – কানসাস সিটি (সকাল ৭টা)
- ২২ জুন – আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া – ডালাস (রাত ১১টা)
- ২৩ জুন – জর্ডান বনাম আলজেরিয়া – সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)
- ২৮ জুন – জর্ডান বনাম আর্জেন্টিনা – ডালাস (সকাল ৮টা)
- ২৮ জুন – আলজেরিয়া বনাম অস্ট্রিয়া – কানসাস সিটি (সকাল ৮টা)
কে গ্রুপ
দল: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
- ১৭ জুন – পর্তুগাল বনাম প্লে-অফ ১ জয়ী – হিউস্টন (রাত ১১টা)
- ১৮ জুন – উজবেকিস্তান বনাম কলম্বিয়া – মেক্সিকো সিটি (সকাল ৮টা)
- ২৩ জুন – পর্তুগাল বনাম উজবেকিস্তান – হিউস্টন (রাত ১১টা)
- ২৪ জুন – কলম্বিয়া বনাম প্লে-অফ ১ জয়ী – গুয়াদালাজারা (সকাল ৮টা)
- ২৮ জুন – কলম্বিয়া বনাম পর্তুগাল – মায়ামি (ভোর ৫টা ৩০ মি.)
- ২৮ জুন – প্লে-অফ ১ জয়ী বনাম উজবেকিস্তান – আটলান্টা (ভোর ৫টা ৩০ মি.)
এল গ্রুপ
দল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
- ১৭ জুন – ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া – ডালাস (রাত ২টা)
- ১৮ জুন – ঘানা বনাম পানামা – টরোন্টো (ভোর ৫টা)
- ২৩ জুন – ইংল্যান্ড বনাম ঘানা – বোস্টন (রাত ২টা)
- ২৪ জুন – পানামা বনাম ক্রোয়েশিয়া – টরোন্টো (ভোর ৫টা)
- ২৭ জুন – পানামা বনাম ইংল্যান্ড – নিউইয়র্ক–নিউজার্সি (রাত ৩টা)
- ২৭ জুন – ক্রোয়েশিয়া বনাম ঘানা – ফিলাডেলফিয়া (রাত ৩টা)
নকআউট পর্ব
শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের সম্পূর্ণ তারিখ–সময়সহ তালিকাও প্রকাশ করেছে ফিফা। নকআউট রাউন্ড শুরু হবে ২৮ জুন থেকে এবং ফাইনাল হবে ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সিতে।
এ ছিলো ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি—গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত। তিনদেশীয় আয়োজনে এবার ফুটবল বিশ্ব মেতে উঠবে সবচেয়ে বড় বিশ্বকাপের উত্তাপে।
সবার দেশ/কেএম




























