Sobar Desh | সবার দেশ কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২০, ১৩ ডিসেম্বর ২০২৫

নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ পর্যন্ত ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র আট মিনিটের ব্যবধানে, ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বাবুবাজার এলাকার ১২ তলা জমেলা টাওয়ারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বের করে আনা হয়েছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে