ধামইরহাটে বিজিবির বিশেষ অভিযান
পত্নীতলায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাচনা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির ঝটিকা অভিযান
পত্নীতলা ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্তে টহল দিচ্ছিলো। রাত আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ২৭৮/৬-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাচনা নামক স্থানে সন্দেহভাজন কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ করে তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
আইনগত ব্যবস্থা
আটককৃত এ মাদকের আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার করা ফেনসিডিলগুলো আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে কড়া নজরদারির অঙ্গীকার
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, গরু ও মাদক পাচার, অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে রয়েছেন।
সবার দেশ/কেএম




























