Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১৬ এপ্রিল ২০২৫

‘ল্যাব ছাড়া শিক্ষা নয়’: ছয় দফায় উত্তাল সাতরাস্তা

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সবার দেশ

রাজধানীর সাতরাস্তা মোড়ে আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেন বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘অযৌক্তিক অর্থ আদায় ও ল্যাব সুবিধার অভাব’ তুলে ধরে তারা এ বিক্ষোভে অংশ নেন।

সকাল থেকেই সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি না মানা হলে আগামীতে আরও বড় পরিসরে আন্দোলনে নামবেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

  • ১. বেসরকারি পলিটেকনিকগুলোতে পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করা
  • ২. অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা
  • ৩. ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য অর্থ প্রদান
  • ৪. ল্যাব সুবিধাবিহীন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • ৫. হয়রানি বন্ধে কঠোর নজরদারি
  • ৬. কারিগরি শিক্ষা বোর্ডের কার্যকর তদারকি

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমরা হাতে-কলমে শিখতে পারি না। ল্যাব নেই, যন্ত্রপাতি নেই—শুধু নামেই পলিটেকনিক।

আরেকজন শিক্ষার্থী বলেন, টাকা না দিলে অ্যাটাচমেন্ট হবে না, সনদও ঝুলে যায়। আমাদের জিম্মি করে রাখা হচ্ছে।

সাতরাস্তা মোড় অবরোধের কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দেন, যতক্ষণ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি পূরণে প্রতিশ্রুতি দেয়।

এ বিষয়ে এখনো কারিগরি শিক্ষা বোর্ড কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে