ডাকসুর ভিপি পদে জমজমাট লড়াই: ১০ প্রার্থীর ভিন্ন ভিন্ন অঙ্গীকার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থী ছাড়াও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ আসনে লড়াইকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও কৌতূহল বেড়েছে।
ছাত্রদলের আবিদুল ইসলাম খান
ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান বর্তমানে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই মাসের গণঅভ্যুত্থানে তার বক্তব্য—‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তাকে আলোচনায় আনে। আন্দোলনের পর তিনি ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ নামে বই লিখেছেন এবং নিয়মিত টকশোতে অংশ নিচ্ছেন। তার প্রার্থিতা ছাত্রদলের বাইরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও সাড়া ফেলেছে।
শিবিরের সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম সংগঠনটির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাগছাসের আব্দুল কাদের
জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্যানেলের নেতৃত্বে রয়েছেন। তিনি হাসিনার পদত্যাগ আন্দোলনের সময় ঘোষিত ৯ দফা দাবির অন্যতম কারিগর ছিলেন।
বামপন্থি শেখ তাসনিম আফরোজ ইমি
বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালে ডাকসুর শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। তবে তার পুরনো এক ভিডিওতে শেখ হাসিনার প্রশংসা ভাইরাল হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তবুও সংগঠনটি মনে করছে, অভিজ্ঞতার কারণে ইমি প্রগতিশীল শিক্ষার্থীদের পক্ষে শক্তিশালী প্রার্থী।
স্বতন্ত্র উমামা ফাতেমা
বাম রাজনীতির পরিচিত মুখ উমামা ফাতেমা এবার স্বতন্ত্র ঐক্যজোটের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়ার পর অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি সরে দাঁড়ান। এবার নতুন জোট গড়ে মাঠে নেমেছেন।
ছাত্র অধিকারের মোল্লা বিন ইয়ামিন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা বিন ইয়ামিন ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন। কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় এ নেতা ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মে পরিণত করার অঙ্গীকার করেছেন।
সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার
সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার, যিনি ২০১৯ সালে জিএস নির্বাচিত হয়েছিলেন, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। যদিও ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তার প্রার্থিতা বিতর্কিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার অঙ্গীকার—ডাকসুর মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও শিক্ষার্থীদের কল্যাণ একসঙ্গে প্রতিষ্ঠা করা।
জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক খালিদ এবার ‘ডিইউ ফার্স্ট’ নামে নতুন প্যানেল গড়েছেন। আগে তিনি বাগছাসে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিলো।
স্বতন্ত্র শামীম হোসেন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায়। তিনি ইংরেজি শিক্ষা প্ল্যাটফর্ম ‘Shameem Insight’-এর জন্য পরিচিত। নির্বাচিত হলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি শেখানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচনী তফসিল
ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমার শেষ দিন ছিল ২০ আগস্ট, প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট।
সবার দেশ/কেএম




























