ছাত্ররাজনীতি সুস্থ ধারায় ফেরার ভোট
৩৫ বছর পর রাকসু নির্বাচন আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৪৩টি পদে মোট ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ইসলামী ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পরিষদ; মোট ১১টি প্যানেল।
ভোটাররা বলছেন, তারা কেবল প্যানেলের প্রতি নয়, প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও কাজের মানসিকতা দেখে ভোট দেবেন। পাশাপাশি প্রার্থীর ইশতেহার বাস্তবায়নের সক্ষমতাও বিবেচনা করবেন।
ভোটার সংখ্যা ও সময়সীমা
নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে পুরুষ প্রায় ৬১ শতাংশ এবং নারী ৩৯ শতাংশ। কেন্দ্রীয় সংসদে ২৩টি, হল সংসদে ১৫টি এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদ মিলিয়ে মোট ৪৩টি ভোট দিতে হবে। ভোটারদের বরাদ্দ সময় ১০ মিনিট, অর্থাৎ গড়ে প্রতি ভোটে প্রায় ১৪ সেকেন্ড সময়। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়নি। সমস্ত ব্যালটই প্রিন্ট করা হয়েছে নির্ধারিত সংখ্যা অনুযায়ী এবং কোনো বাইরে থেকে প্রিন্ট করা হয়নি।
গণনা ও ফলাফল
ভোট গণনার জন্য ওএমআর মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষের ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের আশা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি পদে আলাদা পেজ ও ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে।
ভোটের সম্ভাব্য ধারা
জরিপ ও শিক্ষার্থীদের আলোচনায় দেখা যাচ্ছে, ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারেন। জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজার ও সাবেক সমন্বয়ক সালাউদ্দীন আম্মার মধ্যে মূল লড়াই হতে পারে।
ভোটের ফলাফল নারীদের, অনাবাসিক শিক্ষার্থী ও প্রথম বর্ষের ভোটারদের অংশগ্রহণের ওপর নির্ভর করবে। মোট ভোটারের ৬৮ শতাংশ অনাবাসিক এবং নারী ভোটার প্রায় ৩৯ শতাংশ।
নিরাপত্তা ও পরিবহন
ক্যাম্পাসের বাইরে ভোটারদের কেন্দ্র নিয়ে আসা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, শহর ও আশপাশ থেকে ভোটারদের জন্য ২৫টি বাস থাকবে। ভোটকেন্দ্রে নিরাপত্তা কঠোরভাবে বজায় রাখা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন
নির্বাচনের আগের দিন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ক্যাম্পাসে প্রবেশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করায় অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
নির্বাচনকালীন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সবার দেশ/কেএম




























