Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:২১, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ডে টিএসসিতে উল্লাস ও মিষ্টি বিতরণ

হাসিনার মৃত্যুদণ্ডে টিএসসিতে উল্লাস ও মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের খবরটি প্রকাশিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন এবং একে উপলক্ষে মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ টিএসসি পায়রা চত্বরে বড় পর্দায় রায় সরাসরি প্রদর্শন করা হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে রায় দেখতে ভিড় করেন।

ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ