শাহবাগে গণ-প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দেশের রাজনীতি, রাষ্ট্রক্ষমতা ও ভবিষ্যৎ নির্ধারণ হবে শুধু জনগণের ভোটে—সীমান্তের ওপার থেকে নয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা কোনও ব্যক্তির ওপর হামলা নয়, এটি গোটা জাতির বিবেকের ওপর আঘাত। তার ভাষায়, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন নতুন নতুন পরিচয়ে আবার সক্রিয় হচ্ছে—কখনও টকশোর তথাকথিত বুদ্ধিজীবী, কখনো নাট্যকর্মী, আবার কখনো সাংস্কৃতিক কর্মী হিসেবে।
ওসমান হাদির জন্য শুধু দোয়া চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকাকে সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিতে চেয়েছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে এখন তারা নৈতিকতা হারিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত ও সুবিধাভোগী সম্পর্ক তৈরি হচ্ছে, যা দেশের রাজনীতিকে আরও কলুষিত করছে।
এনসিপির এ নেতা স্পষ্ট করে বলেন, দিল্লির আধিপত্য কোনও ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান, কোনও পেশাজীবী বা কোনও বুদ্ধিজীবীর হাত ধরে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনও জায়গা হবে না—সে যে নামেই আত্মপ্রকাশ করুক না কেন।
তিনি গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাসনাত বলেন, ওসমান হাদির রক্তের এ সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেয়া হবে না।
রাজনৈতিক মত-পথের পার্থক্য থাকলেও একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি যে ধারার রাজনীতিই করেন না কেন, ফ্যাসিবাদ ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। তার মতে, দেশের রাজনৈতিক দলগুলো এখন জনস্বার্থ ভুলে নিজেদের সংকীর্ণ স্বার্থে ডুবে আছে।
বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগ ও ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চায়, তা দেশবাসী জানে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে, কোনও বিদেশি রাজধানীর ইশারায় নয়।
সবার দেশ/কেএম




























