Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ১৫ মে ২০২৫

আপডেট: ১৩:৫০, ১৫ মে ২০২৫

আন্দোলনের দ্বিতীয় দিন

ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা

ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা নগর ভবনের সব গেট তালাবদ্ধ করে রেখেছেন, যার ফলে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে পারছেন না।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে জড়ো হন। ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ’ শীর্ষক ব্যানার হাতে তারা মূল ফটক, আশপাশের রাস্তা ও প্রবেশপথে অবস্থান নেন। এতে গুলিস্তান থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অনেকে অফিসে গুরুত্বপূর্ণ কাজ থাকলেও নগর ভবনে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন। সেবা নিতে আসা সাধারণ নাগরিকরাও ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

অবস্থানকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হওয়ার পরও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না। তাদের ভাষায়, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা চলছে। তাই বাধ্য হয়ে লাগাতার আন্দোলনে বসেছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন সে নির্বাচনে হেরে যান প্রায় পৌনে দুই লাখ ভোটে।

তবে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে সে ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের জন্য মতামত চায়। তবে এখনো শপথ বা দায়িত্ব হস্তান্তরের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, যার প্রতিবাদে চলছে এ কর্মসূচি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ
ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা
তালেবান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ভারতে গোপন সফর!
তেল-গ্যাসের দাম কমছে বিশ্ববাজারে
জবি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও রাজপথে
বিএনপি নেতা পুলিশে দিলেন ছেলেকে
১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাক প্রধানমন্ত্রী
কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা হাসনাতের
‘উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার’
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ‘হঠকারী আচরণ’
পরীক্ষা দিতে গিয়ে সন্তানের জন্ম