ওসমান হাদিকে গুলি
সাতটায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি বৈঠকে বসছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনপূর্ব সার্বিক রাজনৈতিক পরিবেশ পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠবে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হতে পারে। বিশেষ করে হামলার উদ্দেশ্য, তদন্তের অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ইউনূস একটি বিবৃতি দেন। তিনি হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন।
রাজধানীর বিজয়নগরে দিনের আলোয় একটি নির্বাচনী প্রচারণাকালে এ ধরনের হামলার ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক সে প্রশ্নের প্রেক্ষিতে সরকারের পরবর্তী অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























