Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৮, ৪ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজ ইস্যুতে সরকারের সিদ্ধান্ত আসছে শিগগির

আইপিএল সম্প্রচার বন্ধের পথে কি বাংলাদেশ? 

আইপিএল সম্প্রচার বন্ধের পথে কি বাংলাদেশ? 
ছবি: সংগৃহীত

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কাছে নতি স্বীকার করে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এ প্রশ্নে মুখ খুলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার বিষয়টির আইনগত ভিত্তি ও প্রক্রিয়াগত দিক গভীরভাবে পর্যালোচনা করছে। যাচাই-বাছাই শেষ হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (৪ জানিয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানান, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসবে এবং বাংলাদেশ এ বিষয়ে একটি শক্ত অবস্থান নেবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার খতিয়ে দেখছে—এ সিদ্ধান্তের পেছনে আদৌ কোনও গ্রহণযোগ্য আইনি ভিত্তি রয়েছে কি না। তিনি প্রশ্ন তোলেন, কোন যুক্তিতে একজন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে খেলতে বাধা দেয়া হলো। তার ভাষায়, যদি খেলাভিত্তিক কোনও যুক্তিতে সিদ্ধান্ত নেয়া হতো, তাহলে সেটি ভিন্ন বিষয় ছিলো। কিন্তু যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণেই সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন <<>> ‘গোলামির দিন শেষ’

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশকেও একটি অবস্থান নিতে হবে। সে অবস্থান গ্রহণের ক্ষেত্রে সরকার আবেগের নয়, বরং আইনগত কাঠামো ও প্রক্রিয়ার মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে চায়। বর্তমানে সে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, এ ইস্যুর কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। সরকার বিষয়টিকে ক্রীড়াঙ্গন ও নীতিগত প্রশ্ন হিসেবেই দেখছে, কূটনৈতিক সম্পর্কের সঙ্গে একে সরাসরি জড়ানো হচ্ছে না।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আইপিএল ও বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, তখন সরকারের এ বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে—বাংলাদেশ আর নীরব দর্শকের ভূমিকায় থাকতে চায় না। এখন নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, আদৌ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের পথে হাঁটা হয় কি না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি