মুস্তাফিজকে বাদের প্রতিবাদ
আইপিএলের সংবাদ বর্জনে করবে ‘সবার দেশ’
বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়ার পরিপ্রেক্ষিতে সবার দেশ তার সমস্ত আইপিএল সংবাদের সম্প্রচার বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
কোলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ নির্দেশের পরে কেকেআর মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার কথা ঘোষণা করে। মুস্তাফিজের বাদ হওয়ার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সবার দেশের সম্পাদকীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, আইপিএলের সকল খবর সম্প্রচার করা হবে না।
উল্লেখ্য, বিসিসিআইয়ের অনুরোধে মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র (NOC) দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাত্র আট দিন আগে তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছিলো। নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিলো কোলকাতা নাইট রাইডার্স। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিলো।
বিসিবির একজন কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছেন, খবরটা দেখেছি, কিন্তু এখনও বিসিসিআই আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তথ্য পেলে আমরা প্রতিক্রিয়া জানাবো। বিসিবির সূত্র আরও জানিয়েছে, আইপিএলে কোন খেলোয়াড় খেলবে তা মূলত বিসিসিআই ও ভারত সরকারই ঠিক করে; বিসিবির পক্ষ থেকে বড়জোর অনুরোধ করা সম্ভব।
গত মাসে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআরকে তাদের দলে থাকা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা চাইলে খেলোয়াড় বদলানোর অনুমতিও দেয়া হবে।
আইপিএলের নিলামে মোট সাতজন খেলোয়াড় নাম দিয়েছিলেন; তাদের মধ্যে একমাত্র মুস্তাফিজকে দলে নেয়া হয়েছিলো। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া রেকর্ডটি এবারই গড়েছিলেন মুস্তাফিজ।
সবার দেশ/কেএম




























