ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে কড়াকড়ি ইসির
প্রতীক বরাদ্দের আগে প্রচারণা নয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা চালানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ—কেউই প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না।
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। সে অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যেকোনও ধরনের প্রচারণা আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে।
ইসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর পর থেকেই নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচনি বিধি-বিধান লঙ্ঘন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সকল প্রকার নির্বাচনি প্রচারণা বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও ধরনের সভা, মিছিল, পোস্টার, প্রচারপত্র বা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা যাবে না।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং সমর্থকদের আইন মেনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
সবার দেশ/কেএম




























