বিদেশ নেয়ার বিষয়ে আলোচনায় মেডিকেল বোর্ড
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন—অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে তার পাকস্থলির ভেতরে চলমান অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের একজন সদস্য নিশ্চিত করেন, বিকেলে সম্পন্ন হওয়া এন্ডোসকপিতে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।
বোর্ড সদস্য জানান, শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় বোর্ডের পরামর্শেই এ পদক্ষেপ নেয়া হয়। এন্ডোসকপির পুরো প্রক্রিয়া বিশেষ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর এন্ডোসকপি সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই তার একটি মাইনর অপারেশনও করা হয়। রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে মেডিকেল বোর্ডের বৈঠকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার বিষয়ে আবারও আলোচনা হয়। তার বর্তমান অবস্থা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তিনি খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন-যাত্রায় সঙ্গে থাকার প্রস্তুতি নিয়েই দেশে ফিরেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় অবস্থার অবনতি হয় এবং ৩০ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে রাখা হয়। তার শারীরিক অবস্থা এখনও নাজুক—তবে চিকিৎসকরা জানিয়েছেন, সাম্প্রতিক চিকিৎসা ব্যবস্থাপনার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে।
সবার দেশ/কেএম




























