মেডিকেল বোর্ড আশাবাদী
‘সেফ টু ফ্লাই’ সনদের অপেক্ষায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রা এখন পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের ‘সেফ টু ফ্লাই’ সার্টিফিকেটের ওপর। বোর্ড চূড়ান্ত অনুমতি দিলেই তাকে দ্রুততম সময়ের মধ্যে লন্ডনে নেয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা—সবকিছুতেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই তাকে বিদেশে নেয়া হবে, বলেন তিনি।
তারেক–জুবাইদার সার্বক্ষণিক নজরদারি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও তার স্ত্রী চিকিৎসক ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজ রাখছেন বলেও জানান তিনি। বিএনপি নেতৃত্বও চিকিৎসকদের সিদ্ধান্তকে ‘ফাইনাল অথরিটি’ হিসেবে গ্রহণ করেছে।
গত ছয় বছর ধরে দায়িত্ব পালন করা মেডিকেল বোর্ডের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন ডা. জাহিদ। তিনি বলেন, বোর্ড অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং তাদের নির্দেশনায়ই পুরো চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ছড়ানো নানা গুজব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহিদ বলেন, সবকিছু মনিটর করার সময় আমাদের নেই। তাই অনুরোধ—গুজব ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না, অন্যকেও বিভ্রান্ত করবেন না। দোয়া করুন—আল্লাহ যেন দ্রুত তার সুস্থতা দান করেন।
সব প্রস্তুতি সম্পন্ন, সহযোগিতায় কাতার সরকারও
ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা–সম্পর্কিত লজিস্টিক, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। কাতার সরকার ও অন্তর্বর্তী সরকারও সর্বাত্মক সহযোগিতা করছে।
মেডিকেল বোর্ড আশাবাদী
এর আগেও খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং সেবার মতো এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহিদ। আল্লাহর রহমতে তিনি আগেও বিপদ কাটিয়ে উঠেছেন। এবারও আমরা আশাবাদী, বলেন তিনি।
সবার দেশ/কেএম




























