Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৫

প্রত্যাবর্তনের ক্ষণগণনা

তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত

তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর গুলশানে তার জন্য নির্ধারিত বাসভবন ও অফিস সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসাটিই তারেক রহমানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় বর্তমানে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফলে দলীয় ও পারিবারিক দিক থেকেও এ অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেতারা।

এ বাসাটির সঙ্গে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়। কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজুর উপস্থিতিতে বাড়িটির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। সে বাড়িতেই উঠছেন তারেক রহমান।

সরেজমিনে দেখা গেছে, বাড়িটির সামনে বসানো হয়েছে নিরাপত্তা ছাউনি, স্থাপন করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে বসবাস করবেন—এ বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাসার ভেতরের সাজসজ্জা ও আনুষঙ্গিক প্রস্তুতিও প্রায় শেষ।

বাসভবনের পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনার জন্য অফিস প্রস্তুত করা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে চেয়ারপারসনের চেম্বারের পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা একটি চেম্বার তৈরি করা হয়েছে। একইভাবে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার প্রস্তুত করা হয়েছে। আগে থেকেই সেখানে চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে। এবার যুক্ত হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বারও।

এর বাইরে গুলশানে আরও একটি নতুন অফিস চালু করেছে বিএনপি। গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িটি ভাড়া নেয়া হয়েছে দলীয় কার্যালয় হিসেবে। চারতলা এ ভবনে রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। ভবনের দোতলায় রয়েছে একটি আধুনিক ব্রিফিং রুম, অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার জায়গা এবং গবেষণা সেল। এখান থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মঙ্গলবার বিকেলে এ নতুন কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক আবেগ, আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সে প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই বিএনপি সংগঠিতভাবে প্রস্তুতি নিচ্ছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে শুরু করে নগরজুড়ে সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সুশৃঙ্খল কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী তাদের নেতার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন।

এ প্রস্তুতির অংশ হিসেবে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে যারা দলীয় কাজে যুক্ত আছেন, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখবেন। তার ভাষায়, দেশের মানুষ যেমন প্রত্যাশা করছে, বিএনপিও বিশ্বাস করে—তার নেতৃত্বে হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে।

নতুন অফিস উদ্বোধনের পর মাহদী আমিন বলেন, এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ কার্যালয়। এখান থেকেই নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ
বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার
তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে: ড. ইউনূস
তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত