Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১৭ ডিসেম্বর ২০২৫

শাহবাগে নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না

মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না
ছবি: সংগৃহীত

জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধ কিংবা ইসলামের নামে দেশ বিভাজনের রাজনীতি আর চলতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে ভাগ করা যাবে না, তেমনি ইসলামের নামেও বিভাজন তৈরি করা যাবে না। মুক্তিযুদ্ধ যেমন আমার, জুলাইও তেমনি আমার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী শোভাযাত্রা শেষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে বাংলামোটর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনও মুক্তিযুদ্ধের মৌলিক প্রশ্নগুলোর রাজনৈতিক সুরাহা হয়নি। আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতিতে মুজিববাদকে ব্যবহার করে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিলো বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলেও সেটিকে দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছে।

তিনি আরও বলেন, পাশের দেশ বারবার বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তবে ৫ আগস্টের পর আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করে আমরা এর প্রকৃত আকাঙ্ক্ষা তুলে ধরে একটি নতুন রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করেছি।

সমাবেশে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এ হামলাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনও প্রকৃত নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং পাল্টা আঘাত চালিয়ে যাব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে তারা গণতান্ত্রিক উত্তরণের পথ থেকে সরে আসবেন না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ
বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার
তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে: ড. ইউনূস
তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত